কাকভোরে ছুরিকাঘাত,হাসপাতালে সাইফ আলি খান

বঙ্গবার্তা ব্যুরোঃ বৃহস্পতিবার ভোর আড়াইটা নাগাদ মুম্বাইয়ের নিজের বাড়িতে আক্রান্ত হলেন অভিনেতা সাইফ আলি খান। বাড়িতে ঢুকে এক অনুপ্রবেশকারী তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ। এনডিটিভির তথ্য অনুযায়ী অভিনেতা বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বান্দ্রা থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে যে সাইফ আলি খান যখন তার স্ত্রী কারিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর এবং জেহের সঙ্গে ঘুমাচ্ছিলেন, তখন তার বাড়িতে এক অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। এই সময় অভিনেতার সঙ্গে অনুপ্রবেশকারী দুষ্কৃতীর কথা কাটাকাটি হয়। তারপরেই অনুপ্রবেশকারী সাইফ আলি খানকে কয়েকবার ছুরিকাঘাত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কেন এমন ভোররাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বাড়ি ঢুকে তাঁকে ছুরি দিয়ে আঘাত করল তা তদন্ত করে দেখছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।সাইফ আলি খান, কারিনা কাপুর এবং তার সন্তানেরা সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে যোগ দিয়ে গত সপ্তাহেই মুম্বাই ফিরে আসেন।