বঙ্গবার্তা ব্যুরো,
শুধু কাজেই যে হয় না সে কথা মানুষের কাছে পৌঁছে দিতেও হয়। এবার এই সার সত্য কথা দলের সাংসদ, বিধায়কদের নিজেই চিঠি লিখে জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিষয়টি সামনে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি প্রকাশ্যে আসায়। চিঠিটি তিনি লিখেছেন ঘাটালের তৃণমূল বিধায়ক দীপক অধিকারী তথা দেবকে। চিঠি পেয়ে আপ্লুত দেব, নেত্রীকে ধন্যবাদও জানিয়েছেন।
বেশ কিছুদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের কেশপুর গ্রামীণ হাসপাতালের ভগ্ন দশা নিয়ে দলনেত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ঘাটালের সাংসদ দেব, স্থানীয় বিধায়ক শিউলি সাহা সহ আরও অনেকে।
৩০ জানুয়ারি মমতা এই আবেদনের জবাব দিতে গিয়েই চিঠি লেখেন দেবকে। রবিবার সেই চিঠি প্রকাশ্যে আসে। চিঠিতে মমতা লিখেছেন, প্রিয় দেব তুমি জানলে খুশি হবে যে আমাদের সরকার, কেশপুর গ্রামীণ হাসপাতালকে ৩০ বেড থেকে ৫০ বেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এরফলে সরকারের খরচ হবে ২৪ কোটি টাকা। মানুষের স্বার্থে সরকারের এই সদর্থক উদ্যোগের কথা যথাযথ ভাবে মানুষের কাছে পৌঁছে দেবে এই আশা রাখি।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, কেশপুর গ্রামীণ হাসপাতালে সম্পূর্ণ নতুন এক ভবন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে ইমার্জেন্সি অপারেশন থিয়েটার সহ লেবার রুম করার প্রস্তাব রয়েছে। এতদিন এই হাসপাতালে শুধু নর্মাল ডেলিভারি হত। নতুন লেবার রুম হলে সিজারের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানিয়েছেন।
সরকারের উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দেবার বার্তা মমতার,
