পীযূষ চক্রবর্তী:
ভারত-বাংলাদেশ সীমান্তে বাগানের মধ্যে পাওয়া গেল জোড়া জোড়া বাঙ্কার। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধারঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের কাছে এই বাঙ্কারকে ঘিরেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। শনিবার সকালে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। সেই সময় তাদের নজরে পড়ে বাঙ্কারটি। সেখান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছে বিএসএফ। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। একই সঙ্গে বিএসএফের আশঙ্কা, ওই বাগানটিতে গোলাবারুদ থাকতে পারে। তাই বাগানটির প্রায় দু’বিঘা জমি ঘিরে খোঁড়াখুঁড়ি শুরু করেছে বিএসএফ। মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে।
প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্তে বাঙ্কার উদ্ধারের ঘটনা যথেষ্ট চিন্তায় রেখেছে বিএসএফ জওয়ানদের। এই ঘটনার পর সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতা থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। এদিকে যে বাগানটি থেকে বাঙ্কার উদ্ধার হয়েছে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্তে বাঙ্কার উদ্ধারের ঘটনা রীতিমতো উদ্বেগে রেখেছে বিএসএফকে।