স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বেশি ঋণ দিতে অনুরোধ রাজ্যের

বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মুহূর্তে ভালই কাজ করছে। রাজ্য সরকার এবং ব্যাংক গুলির থেকে সাহায্য পেলে তারা আরও এগিয়ে যেতে পারবে মনে করছে রাজ্য সরকার। সে কারণেই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও বেশি ঋণ দেওয়ার জন্য ব্যাঙ্কগুলির কাছে সাওয়াল করছে রাজ্য সরকার। একইসঙ্গে, যারা ভাল কাজ করছে সেই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের চিহ্নিত করে বিশেষ ঋণ দেওয়ার প্রস্তাবও দিয়েছে সরকার। গতকালই রাজ্য স্তরীয় ব্যাংকার্স কমিটি (SLBC) বৈঠক হয়। সেখানে এই বিষয়টি নিয়ে দাবী জানিয়েছে রাজ্য সরকারের প্রতিনিধি দল। রাজ্য সরকারের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ছিলেন অর্থসচিব প্রভাত মিশ্রসহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, এই বৈঠকে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজ নিয়ে প্রশংসা করা হয়েছে। এবং তারা যাতে আরো এগিয়ে যেতে পারে সেই জন্য সাহায্যের পক্ষে রাজ্য সরকারের তরফ থেকে সাওয়াল করা হয়েছে।
রাজ্যের যুক্তি, যেহেতু স্বনির্ভর গোষ্ঠীগুলি তাদের কাজের পরিধি বাড়াতে চাইছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই ঋণের অর্থ ফেরত দিচ্ছে, তাই তাদের আরও বেশি ঋণ দেওয়া হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, যা রাজ্যের সামগ্রিক অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলবে। সূত্রের খবর, এই বৈঠকে ব্যাঙ্কগুলি রাজ্যের এই প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছে।


উল্লেখ্য, গত কয়েক বছরে রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এই মহিলারা যাতে তাদের কাজকর্ম ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেজন্য ‘জাগো’ প্রকল্পের মাধ্যমে তাদের নির্দিষ্ট আর্থিক সহায়তা প্রদান করা হয়। চলতি বছরে বাজেটে এই প্রকল্পের জন্য ৭৯৮.৫৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এছাড়া, রাজ্যের প্রস্তাব অনুযায়ী, স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে সেরা পারফর্মার মহিলাদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, SLBC বৈঠকে উপস্থিত ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে রাজ্যের ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য সহজ ঋণ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

08:06