মা কল্যানেশ্বরী মন্দির চত্বরে পিপিপি মডেলে অতিথি নিবাস

Kalyaneswari Temple Guest House Inaugurated in PPP Model

বঙ্গবার্তা ব্যুরো,

মা কল্যানেশ্বরী অতিথি নিবাস চালু হলো। উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ অন্যান্যরা।

ওয়াসিমুল হক বলেন, আসানসোল পুরনিগমের পক্ষ থেকে মা কল্যানেশ্বরী মন্দির সংলগ্ন নবনির্মিত অতিথি নিবাসের উদ্বোধন হল। এখানে বিভিন্ন যায়গার পর্যটকরা আসেন। এছাড়া এই মন্দির চত্বরে বিয়েবাড়ি থাকলে। যেকোনো অনুষ্ঠানে আশে পাশের মানুষদের সুবিধা হয়!সেই জন্য আসানসোল পুরনিগম পিপিপি মডেলে তৈরী করছে এই নিবাসটা। এই অতিথি নিবাসের দায়িত্ব নিয়েছেন রামচন্দ্র সাউ। রামচন্দ্র সাউ বলেন, জমিটি আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে তাকে ৪০ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে।

এখানে সুন্দর ভাবে সব রকম সুবিধা পাবে যারা আসবেন এখানে। অতিথি নিবাসে থাকার ব্যবস্থা থাকবে, বিবাহ হলে তার জন্য জায়গা, দোকান সব কিছুই থাকবে। মা কল্যানেশ্বরী মন্দিরে দুরদুরান্ত থেকে ভক্তরা পূজো দিতে আসেন। তাই এখানে কোন থাকার ব্যবস্থা এতদিন ছিল না। আসানসোল পুরনিগমের জমিতে পিপিপি মডেলে এই উদ্যোগ নেওয়া হলো বলে জানালেন আসানসোল পুরনিগমের এর চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জী। ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, যাঁরা এই মন্দিরে পূজো দিতে আসেন তাদের জন্য এটা করা হলো। তারা উপকৃত হবেন মন্দিরে পূজো দিতে এসে এই থাকার জায়গা পেয়ে। অন লাইনে বুকিং এর ব্যবস্থাও থাকবে এই মন্দিরে।