হিন্দুত্ববাদীদের দাবী খারিজ শ্রীকৃষ্ণ মুসলিমদের তৈরি জামা পরবেন, নিয়ম বদলাবে না

বঙ্গবার্তা ব্যুরো,

চেষ্টা একটা হয়েছিল, কিন্তু ধোপে টিকল না। বাঁকে বিহারী মন্দিরে শ্রীকৃষ্ণ মুসলিমদের তৈরি পোষকই পরবেন। মন্দিরের পুরোহিতরা এ কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। পুরোহিতদের এই সিদ্ধান্তে আবার এক ধর্মীয় জিগির তোলার চেষ্টা আপাতত বন্ধ হল বলে মনে করা হচ্ছে। তবে অনেকেই বলছেন আবারও এই চেষ্টা হতে পারে। বিতর্কের শুরু কৃষ্ণ জন্মভূমি মুক্তি সংঘর্ষ ন্যাসের এক প্রস্তাবকে ঘিরে। সংগঠনের সভাপতি দীনেশ ফলাহারি প্রস্তাব দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে ভিন ধর্মের মানুষের তৈরি পোষাক পরানো ঠিক নয়, এতে পাপ হয়। যদিও বৃন্দাবনের এই বাঁকে বিহারী মন্দিরে শ্রীকৃষ্ণের পোষাক বহুদিন থেকেই মসুলিমরা তৈরি করেন। তাছাড়া এই মন্দিরের জন্য কলকাতা থেকে ফুলও যায়। ফলে বাঁকে বিহারীর শ্রীকৃষ্ণের সজ্জায় বলতে গেলে সর্ব ধর্মের মানুষের ছোঁয়া রয়েছে। এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি সংঘর্ষ ন্যাসের প্রস্তাবে পরিবেশ জটিল হয়ে ওঠে। যদিও মন্দিরের পুরোহিতরা ঐ দাবি খারিজ করে দিয়েছেন। তারা বলেছেন শ্রীকৃষ্ণের পবিত্রতার নামে ভক্তের ভক্তিকে অশ্রদ্ধা করা হবে না। যেমন চলছে তেমনই চলবে। শ্রীকৃষ্ণের জন্য যে কেউ পোষাক দিতে পারেন, তাই পরানো হবে। কারণ কৃষ্ণ ভক্তের ভগবান তার কাছে সকলেই সমান।