বঙ্গবার্তা ব্যুরো,
সোমবার থেকে উত্তরাখণ্ডে চালু হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি। এরফলে এখন ওই রাজ্যে চাপের মুখে পড়ে গেলেন লিভ ইন থাকা যুগলেরা। অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী লিভ ইনের ক্ষেত্রে একাধিক শর্ত চাপানো হয়েছে। যা না মানলে জরিমানা বা জেল অথবা দুইই হতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী একত্রে যারা বাস করবেন তাদের রেজিস্ট্রেশন করাতেই হব। এই রেজিস্ট্রেশন অনেকটা বিবাহের রেজিস্ট্রেশনের মতোই। এই রেজিস্ট্রেশন না থাকলে বা করতে দেরি হলে জেল, জরিমানা দুইয়েরই বিধান রয়েছে নতুন আইনে। নিয়ম না মানলে বা কোনও ভুল তথ্য দিলে ২৫ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের জেল হতে পারে। আবার একসঙ্গে দুটোই হতে পারে।
রেজিস্ট্রেশন করাতে দেরি হলেও পড়তে হতে পারে শস্তির মুখে। সে ক্ষেত্রে জেল তিন মাসেরই শুধু জরিমানা ১০হাজার টাকা। এক্ষেত্রেও কিন্তু দুই শাস্তিই একসঙ্গে হতে পারে। বিবাহের রেজিস্ট্রেশন করানো বাধ্যতামুলক। বিবাহের বয়স আগের মতোই ২১ রাখা হয়েছে। ২১ বছরের কম বয়সীরা একত্র বাস করতে চাইলে তাঁদের বাবা-মায়ের অনুমতি পত্র দেখাতে হবে। বাবা-মায়ের অনুমতি ছাড়া ২১ বছরের কম বয়সীরা একত্র বাস করতে পারবেন না।
নতুন এই নিয়মের স্বপক্ষে যুক্তি দেখাতে গিয়ে বলা হচ্ছে, লিভ ইনে থাকা যুগলেরা যদি সন্তানের জন্ম দেন, তাহলে তাদের স্বার্থ রক্ষা করতেই এই নিয়ম। লিভ ইনে থাকা যুগলের সন্তান তাঁদের বাবা-মায়ের পরিচয় পাবে এবং সম্পত্তিরও অধিকারী হবে।