বঙ্গবার্তা ডেস্কঃ ১৫০ বছর পূর্ণ করল ভারতের আবহাওয়া দফতর।এই উপলক্ষ্যে মঙ্গলবার দিল্লিতে ভারত মণ্ডপমে বর্ণাঢ্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবহাওয়া দফতরের কাজকর্মে আরও গতি আনতে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্র। মঙ্গলবার সেই সবেরই সূচনা করলেন নরেন্দ্র মোদী।
এদিন ‘মিশন মৌসম’ অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী। এই ‘মিশন মৌসম’ প্রকল্পটি ভারতের আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত গবেষণা এবং পূর্বাভাস ব্যবস্থাকে আরও আধুনিক ও দক্ষ করে তুলতে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগের আওতায় উন্নত প্রযুক্তি, স্যাটেলাইট, হাই-পারফরম্যান্স কম্পিউটিং সিস্টেম এবং ওয়েদার রাডারের ব্যবহার বৃদ্ধি করা হবে। এর উদ্দেশ্য হল পূর্বাভাস প্রক্রিয়া আরও নির্ভুল করা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করা।এই প্রকল্পে উন্নত রাডার, স্যাটেলাইট এবং কম্পিউটিং প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার মধ্যে প্রতিযোগিতা, পথনাটিকা এবং অন্যান্য সংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত।দিল্লির ভারত মণ্ডপমে জাতীয় স্তরের প্রদর্শনী এবং কর্মশালার আয়োজন করা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারতের দীর্ঘমেয়াদী কৌশল ও পরিকল্পনা নিয়ে এই দস্তাবেজ প্রকাশ করা হয়েছে।‘মিশন মৌসম’ ভারতের পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া দফতরের ১৫০ বছর,’মিশন মৌসম’-এর সূচনা মোদীর
