Upload By K. Halder at 23th April 2025, 1:56 PM
বঙ্গবার্তা ব্যুরো,
২০২২ সালের প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে আজ এক প্রতিবাদ মিছিলের আয়োজন করাহয় যার জমায়েত হয় শিয়ালদা স্টেশনের কাছে। তারপর এবিসি ভবনের কাছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। আজকের কর্মসূচির মূলত দাবী হয় ২০২২ এর টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকের মাধ্যমে নবান্নে প্রকাশ করেছিলেন ১ লাখ শুন্য পদ আছে কিন্তু তিন বছর পেরিয়ে যাওয়ার পরে আজও নোটিফিকেশন প্রকাশ করা হয়নি রাজ্য সরকারের তরফে।
২০২২ এ টেট পাস চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে স্বচ্ছতার সাথে। যদি তাদের প্রস্তাব না মানা হয় তাহলে রাজ্য সরকার কে সরাসরি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি চাকরি হারাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, অবিলম্বে রাজ্য সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের একটাই প্রস্তাব অবিলম্বে স্বচ্ছতার সাথে তাদের নিয়োগ করা হোক ২০২২ সালের প্যানেল অনুযায়ী।