পুরসভা থেকে তার চুরির ঘটনায় মেয়র চিঠি পাঠালেন কলকাতা পুলিশের কমিশনারকে

পুরসভা থেকে তার চুরির ঘটনায় মেয়র চিঠি পাঠালেন কলকাতা পুলিশের কমিশনারকে কলকাতা পুরসভার ভিতর থেকেই তার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যা নিয়ে খোদ পুরসভার মেয়র কলকাতা পুলিশের কমিশনারের কাছে চিঠি পাঠালেন। জানা গিয়েছে, এসএন ব্যানার্জি রোডে কলকাতা পুরসভার সদর দফতর থেকে এসি মেশিনের তার সহ বিভিন্ন বৈদ্যুত্যিক তার চুরি যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। বহু দামী তামার তারও চুরি যাচ্ছিল। কে বা কারা এই চুরির ঘটনায় জড়িত তার কিনারা কিছুতেই করতে পারছিলেন না পুরসভার কর্মীরা। বিষয়টি জানতে পারেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। চোর ধরতে তিনি কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মাকে চিঠি লেখেন। কলকাতা পুরসভার প্রতিটি প্রবেশপথে কড়া পুলিশি নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকার পরও কীভাবে চুরি হচ্ছে তা নিয়ে ধন্দে পড়েছেন পুরকর্তারা। চুরির ঘটনায় পুরসভার কেউ নাকি বহিরাগত জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।