রামনবমীর নিরাপত্তার দায়িত্বে আইপিএসরা

Police officers on duty ahead of Ram Navami processions in West Bengal

পীযূষ চক্রবর্তী,
আগামী কাল রবিবার রামনবমী উপলক্ষে বাড়ছে উত্তাপ। রাজ্য থেকে শুরু করে কলকাতাতেও সাজো সাজো রব। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে রামনবমী ব্যাপক হারে পালন করার ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় অস্ত্রসহ মিছিল বের করারও কথা বলা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে অস্ত্রসহ কেউ মিছিল করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজেপির পক্ষ থেকে অবশ্য ব্যাপকহারে রামনবমী পালনের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর নজরদারিতে ২৯ জন আইপিএস আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে।


রাত পোহালেই শুরু রামনবমী। ৬ই এপ্রিল থেকে ৯ই এপ্রিল পর্যন্ত রামনবমী পালনের ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। সেইমতো বিভিন্ন জায়গায় প্রস্তুতিও তুঙ্গে। একদিকে যেমন রবিবার রামনবমী রয়েছে তেমনই আবার ওইদিন ওয়াকফ বিলের বিরোধিতায় মুসলমানদের মিছিলও রয়েছে। ফলে জোড়া মিছিল সামলাতে যাতে সমস্যার মধ্যে না পড়তে হয় তার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় তত্ত্বাবধানে দায়িত্ব দেওয়া হয়েছে ওই ২৯ জন আইপিএস অফিসারকে।


জানা গিয়েছে, হাওড়ার দায়িত্বে থাকবেন ৬ জন আইপিএস। মুর্শিদাবাদ ও মালদহ এই দুই জেলার দায়িত্বে থাকবেন অতিরিক্ত ৫ জন করে আইপিএস। ব্যারাকপুরে অতিরিক্ত ৪ পুলিশকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইসলামপুর এবং আসানসোলে মোতায়েন ৩ জন করে পুলিশকর্তা।

এছাড়া আরও বেশ কয়েকটি জেলাকে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে। এই নিয়ে কলকাতা ও রাজ্য পুলিশের সমন্বয় বৈঠক হয়েছে। ভবানী ভবনে কাল শীর্ষ স্তরের সকল অফিসারদের উপস্থিত থাকতে হবে।

21:31