খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, ৩২ নাগরিকের মৃত্যু

Published By Subrata Halder, 02 June 2025, 11:54 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালাল ইজরায়েলি সেনা। এতে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। গাজার দুটি ত্রাণ বিতরণকেন্দ্রে গুলি চালিয়েছে দখলদার সেনারা। এতে দুশোর বেশি মানুষ আহত হয়েছেনর।
গাজার সরকারি গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে দক্ষিণ গাজার রাফাহতে একটি খাদ্য বিতরণকেন্দ্রে জড়ো হওয়া হাজার হাজার বেসামরিক নাগরিকের ওপর হঠাৎই ইজরায়েলি ট্যাঙ্ক থেকে গুলি চালানো হয়। এতে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়।
টেলিগ্রামে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বিতরণ কেন্দ্রে হামলার কিছুক্ষণ পরেই গাজা শহরের নেটজারিম করিডোরের দক্ষিণে একই রকম আরও একটি বিতরণকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে আরও একজন মারা গেছেন।
গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রেরিত একটি বিতর্কিত গোষ্ঠী ওই বিতরণকেন্দ্রগুলোতে খাবার বিতরণে কাজ করছে। তাদের এই কার্যক্রম নিয়ে তীব্র বিতর্ক উঠেছে। কারণ শুরু থেকেই সেখানে বিশৃঙ্খলা দেখা দেয় এবং খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইজরায়েলি বাহিনী অন্যায়ভাবে গুলি চালায়।
জিএইচএফের নির্বাহী পরিচালক জ্যাক উডস এই খাদ্য বিতরণ শুরু হওয়ার আগেই পদত্যাগ করেছেন। তিনি বলেছেন যে, এটা স্পষ্ট যে, মানবতা, নিরপেক্ষতা এবং স্বাধীনতার মানবিক নীতিগুলো মেনে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়।
জাতিসংঘ এবং অন্যান্য সহায়তা সংস্থাগুলোও জিএইচএফের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের অভিযোগ, এই ত্রাণকেন্দ্রে নিরপেক্ষতার অভাব রয়েছে এবং তারা বলছে, ইজরায়েলের সমগ্র গাজা দখলের সামরিক লক্ষ্য অর্জনে সক্ষম করার জন্যই এই গোষ্ঠীটি গঠিত হয়েছে।
রোববার এক বিবৃতিতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের বিশেষ সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, সহায়তা বিতরণকেন্দ্র একটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তবে ইজরায়েলি সামরিক বাহিনী গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে, তাদের বক্তব্য, তাদের সেনারা ঘটনাস্থলের কাছাকাছি বা ভেতরে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালায়নি। তাদের বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে।

20:56