বঙ্গবার্তা ব্যুরো
অধিনায়ক হয়ে যেন আরও ভয়ংকর হয়ে উঠেছেন ডানহাতি শুভমান গিল। দলের দায়িত্ব কাঁধে পড়ার পর অন্য এক গিলকে দেখা যাচ্ছে। অধিনায়ক হিসেবে খেলতে নেমে ৪ ইনিংসের করেছেন তিনটি সেঞ্চুরি। এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরি।
এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে একটি ডাবল আর একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক। সবমিলিয়ে এক টেস্টেই তার ব্যাট থেকে এসেছে ৪৩০ রান! এতে রেকর্ড বইয়ে ওলটপালট করে ফেলেছেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক তার রেকর্ডগুলি
এজবাস্টনে গিলের ৪৩০ একই টেস্টে করা কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ১৯৯০ সালে ভারতের বিপক্ষে গ্রাহাম গুচ করেছিলেন দুই ইনিংসে ৪৫৬ রান।
এক টেস্টে দুটি দেড়শোর্ধ্ব ইনিংস খেলা দ্বিতীয় ব্যাটার গিল। এর আগে ১৯৮০ সালে অ্যালান বর্ডার পাকিস্তানের বিপক্ষে লাহোরে দুই ইনিংসে অপরাজিত ১৫০ এবং ১৫৩ রান করেছিলেন।
এক টেস্টে সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি হাঁকানো নবম ব্যাটার গিল। ভারতীয়দের মধ্যে গিলের আগে এমন রেকর্ড করেছেন সুনীল গাভাস্কার।
গিলের আগে ভারতের মাত্র দুইজন অধিনায়কের উভয় ইনিংসে সেঞ্চুরির রেকর্ড আছে। ১৯৭৮ সালে ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাভাস্কার ১০৭ এবং ১৮২ করেছিলেন। ২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৪ এবং ১৪১ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।
ইংল্যান্ডের মাটিতে টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো ভারতের দ্বিতীয় ব্যাটার গিল। এর আগে হেডিংলিতে রিশাভ পান্ত এই রেকর্ড গড়েছিলেন।
গিল এবং রবীন্দ্র জাদেজা ভারতের প্রথম জুটি যারা একই টেস্টে ১০০ এবং ২০০ রানের জুটিতে অবদান রেখেছে
এজবাস্টন টেস্টে চারটি সেঞ্চুরি জুটিতে অবদান রেখেছেন গিল। ভারতের প্রথম এবং টেস্ট ইতিহাসে পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।