ইডেনে খেলা দেখতে এসে কুকুরের কামড়ে সাত জন জখম

7 Spectators Injured by Dog Bite During IPL Match at Eden Gardens

বঙ্গবার্তা ব্যুরো,
আইপিএল উদ্বোধনী ম্যাচে ইডেনে কুকুরের কামড়। জখম ৭। শনিবার কেকেআর-আরসিবি ম্যাচের মাঝেই ১২ নম্বর গেটের ভিতরে জি আর এইচ ব্লকের মাঝে বেশ কয়েকটি কুকুর ঢুকে পড়ে। তার মধ্যেই একটি কুকুর উন্মত্ত অবস্থায় বেশ কয়েকজন দর্শককে কামড়াতে থাকে। ৭ জন কুকুরের কামড়ে আহত হন।
খবর পেয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে সিএবি। সিএবির মেডিকেল ইউনিটের পক্ষ থেকে প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছাড়া হয় তাঁদের। তবে এই ঘটনায় উদ্বিগ্ন সিএবি ও কেকেআর কর্তৃপক্ষ। কী করে ম্যাচ চলাকালীন কুকুর ঢুকে পড়ল গ্যালারিতে, তা খতিয়ে দেখা হচ্ছে।

06:21