Upload By K. Halder at 12th March 2025, 08:46 PM
বঙ্গবার্তা ব্যুরো,
হাতে সময় নেই, মেট্রো স্টেশনে পৌঁছানোর আগেই অনলাইনে টিকিট কিনে রাখতে চান? অথবা মেট্রো পরিষেবা সম্পর্কে নিয়মিত নোটিফিকেশন, নতুন পরিষেবা চালু, বিশেষ পরিষেবা ইত্যাদি এছোঁয়াতেই পেতে চান? তাহলে আপনি এখনই আপনার মোবাইলে ডাউনলোড করে নিন ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপটি।
এপর্যন্ত ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ ডাউনলোড করেছেন প্রায় ১১ লক্ষ অ্যান্ড্রয়েড ও ৬৪ হাজার আইওএস ব্যবহারকারী ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে! সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস)–এর তৈরি উন্নত এই অ্যাপটি চালু হওয়ার পর থেকেই ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।এই অ্যাপের মাধ্যমে মেট্রো যাত্রীরা যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে তাদের স্মার্ট কার্ড রিচার্জ বা কিউআর কোড-ভিত্তিক টিকিট বুকিং করতে পারছেন। যাত্রীদের সুবিধার জন্য ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চালু হয় ০৫.০৩.২০২২ তারিখে এবং আইওএস প্ল্যাটফর্মে ২২.০৩.২০২৪ তারিখে।
১২.০৪.২০২৫ পর্যন্ত, গুগল প্লে স্টোর থেকে ১০.৯৫ লাখের বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এবং অ্যাপল স্টোর থেকে ৬৪ হাজারের বেশি আইওএস ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করেছেন। এই সংখ্যা মেট্রো ব্যবহারকারীদের মধ্যে অ্যাপটির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা যে কতটা তা বুঝিয়ে দেয়। মেট্রো রেলের কর্মীরাও যাত্রীদের গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে এবং বিভিন্ন স্টেশনে এটি ব্যবহারের পদ্ধতি দেখিয়ে সহায়তা করছেন।
গত মাসেই মেট্রো রেলওয়ে একটি মাইলফলক অর্জন করেছে—ডিজিটাল লেনদেনের পরিমাণ মাসিক ৩০% ছাড়িয়ে গেছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে ডিজিটাল লেনদেন ব্যবহার করতে এবং মেট্রো স্টেশনে পৌঁছানোর আগেই অনলাইনে টিকিট কিনে রাখতে।এতে পিক আওয়ারে বুকিং কাউন্টারে দীর্ঘ লাইনের ভিড় এড়ানো যায়।
উল্লেখ্য, ২৬ জানুয়ারি ২০২৫ থেকে এই অ্যাপের সকল ব্যবহারকারীর জন্য একটি নতুন সুবিধা চালু করা হয়েছে।তাতে মেট্রো পরিষেবা সম্পর্কে নিয়মিত নোটিফিকেশন পাওয়া যাবে, যেমন নতুন পরিষেবা চালু, বিশেষ পরিষেবা, পরিষেবার ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন এবং পরিষেবা বিঘ্নিত হওয়ার তথ্য।