বাংলাদেশে শেখ হাসিনা সহ পরিবারের অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Published By Subrata Halder on 13 April 2025 at 08:44pm

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট দুর্নীতির তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশ রোবিবার ১৩ ই এপ্রিল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এর আগে, গত বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। অভিযোগপত্র অনুসারে, অসৎ উদ্দেশ্য নিয়ে পুতুল তার তৎকালীন প্রধানমন্ত্রী মা হাসিনাকে অবৈধভাবে প্রভাবিত করে প্লটটি পেতে এবং রাজউকের পরিবর্তে তার কাছে আবেদন করেছিলেন, যা পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, নিয়ম, নীতি এবং আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে । জানা যায়, পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারে সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে আলাদা ৮টি অভিযোগপত্র দাখিল করে দুদক।