শক্তিশালী দল নিয়ে খেলতে নামছে ইস্টবেঙ্গল

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

একসঙ্গে তিন ফুটবলারের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। মিগুয়েল, রশিদ এবং সিবিয়ের দলে নেওয়ার কথা সরকারিভাবে জানাল লাল হলুদ। মিগুয়েল পরবেন ৮ নম্বর জার্সি, রশিদ পরবেন ৭৪ নম্বর ও সিবিয়ের জন্য বরাদ্দ ৬ নম্বর জার্সি। গত মরশুমটা একেবারেই ভালো যায়নি ইস্টবেঙ্গলের। যে কারণে একাধিক বিদেশিদের বাদ দিয়ে কার্যত নতুন করে দল গোছানো হচ্ছে।

তিনজনের মধ্যে একমাত্র রশিদ কলকাতায় পা রেখেছেন। প্যালেস্টাইনের জাতীয় দলের হয়ে নজর কাড়েন। গতবছর এএফসি এশিয়ান কাপে দলকে শেষ ষোলোয় উঠতে সাহায্য করেন। রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইন্দোনেশিয়ায় সুপার লিগের দল পারসিবায়া সুরাবায়া থেকে ইস্টবেঙ্গলে যোগ দিলেন তিনি।

ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো বলছেন, “মিগুয়েল খেলা বদলে দিতে পারে। ও কেরিয়ারের সেরা ফর্মে আছে। কেভিন ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
শুক্রবার সকালে কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গল এফসি-র ‘প্রাণভ্রমরা’ দিমিত্রিয়স দিয়ামান্তাকোস । ২০২৪-২৫ মরশুমে লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি দিয়ামান্তাকোস। অনেকেই মনে করেছিলেন যে এবার হয়ত এই গ্রিক ফরোয়ার্ডকে ছেড়ে দিতে পারে লাল-হলুদ ম্য়ানেজমেন্ট। কিন্তু সূত্রের খবর, মাঝপথে চুক্তি ভাঙলে ইস্টবেঙ্গলকে অনেকটা আর্থিক ক্ষতিপূরণ দিতে হত। এবার কি তিনি লাল-হলুদ ব্রিগেডের ত্রাতা হয়ে উঠতে পারবেন?
বৃহস্পতিবার রাতে শহরে পা রেখেই শুক্রবার দুপুরে লাল-হলুদ ব্রিগেডের অনুশীলনে যোগ দিলেন অস্কার ব্রুজোর সহকারী কোচ আদ্রিয়ান।
এছাড়াও ডুরান্ড কাপে আগের দুই বছরের মডেলেই খেলার পরিকল্পনা মোহনবাগানের। এই মাসের মধ্যে সব ভারতীয় ফুটবলারদের প্র্যাকটিসে যোগ দেওয়ার কথা এবং আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত বিদেশীদের।