বঙ্গবার্তা ব্যুরো,
উত্তরাখণ্ডে মেঘভাঙ্গা বৃষ্টি ও হড়পা বানে ১১ সেনা সহ বহু মানুষ নিখোঁজ। উদ্ধারে নেমেছে সেনা। বিভিন্ন স্থানে আটকে পড়া লোকজনকে উদ্ধারের কাজ চলছে। উত্তরকাশীতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে বন্যায় একটি গ্রামের ৪০ থেকে ৫০টি বাড়ি ভেসে গেছে। বহু মানুষ নিখোঁজ, তাদের মধ্যে ১১ জন সেনা জওয়ান।
হরসিল এলাকার একটি সেনাক্যাম্পে হঠাৎ বন্যার স্রোতে তারা নিখোঁজ ভেসে গেছে। সেনাবাহিনী, পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নেমেছে। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে এনডিআরএফের বিভিন্ন টিমকে বিমানে করে পাহাড়ি রাজ্যে পাঠানো হয়েছে। রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীসহ বিভিন্ন উদ্ধারকারী দল উত্তরকাশী জেলার ধরলি গ্রামে পৌঁছেছে যা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
দুর্যোগের ভিডিওতে দেখা গেছে, বিশাল এক জলরাশি ওই এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, যার ফলে ভবনগুলো ভেঙে পড়ছে। পর্যটন কেন্দ্র ধরলিতে অনেকে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে। স্থানীয় বাসিন্দা আস্থা পাওয়ার জানান, তার চোখের সামনে বেশ কয়েকটি হোটেল ভেসে গেছে সরকারের তরফে আগাম কোনো সতর্কতা জারি হয়নি।
সেনাবাহিনীর তথ্যমতে, ভূমিধস ও মেঘ ভাঙনের ফলে নিকটবর্তী সেনা ক্যাম্পের একটি অংশ এবং উদ্ধারকারী দলও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেন।
শুধু তীব্র বৃষ্টি থেকেই এমন পরিস্থিতি হয়েছে বলে মানতে নারাজ বিশেষজ্ঞরা। স্যাটেলাইট চিত্র এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, মেঘ ভাঙা বৃষ্টি নয় বরং হিমবাহ ধস অথবা গ্লেসিয়ার লেকে বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ হড়পা বানের এবং সেটা থেকেই পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে উঠেছে।
এদিকে ভারী বৃষ্টি ছাড়াও ঘনঘন বজ্রপাত, ধস ও বন্যার সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের একাধিক জেলায়। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ২৪ ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই পরিমাণ বৃষ্টিপাত সাধারণত এক্সট্রিমলি হেভি রেন এর তালিকায় পড়ে। আজও দেরাদুন, হরিদ্বার, তেহরি, পাউরি, গাড়ওয়ালে অতি ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব স্থানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

