
ছত্রিশগঢ়ে সাংবাদিক খুনের মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে হায়দরাবাদ থেকে মূল অভিযুক্ত পেশায় ঠিকাদার সুরেশ চন্দ্রকরকে পুলিশ গ্রেফতার করেছে। সুরেশের স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে ছত্রিশগঢ়ের কাঁকের জেলা থেকে। সিসিটিভির ফুটেজ ও ফোন ট্র্যাক করে গ্রেফতার করা হয় সুরেশকে।
প্রসঙ্গত, ৩ জানুয়ারি ছত্রিশগঢ়ের বস্তারে ঠিকাদার সুরেশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় সাংবাদিক মুকেশ চন্দ্রকরের দেহ। ২৮ বছর বয়সী সাংবাদিক মুকেশের জনপ্রিয়তা যথেষ্ট ছিল বস্তার এলাকায়। পাশাপাশি, নিজের ইউটিউব চ্যানেল ‘বস্তার জংশন’-এর মাধ্যমে জেলার খবর তুলে ধরতেন তিনি। ১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ হয়ে যান মুকেশ। ৩ জানুয়ারি তাঁর দেহ উদ্ধার হয়। মুকেশের দাদা যুকেশ অভিযোগ করেন, সম্প্রতি ঠিকাদারির ব্যবসার সঙ্গে যুক্ত সুরেশের ১২০ কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে এনেছিলেন তাঁর ভাই। এ জন্যই খুন হতে হয়েছে তাঁকে। ওই খবর প্রকাশ্যে আসার পর থেকেই মুকেশকে নিয়মিত হুমকি দেওয়া হত।
সেই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সুরেশকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে নৃশংসভাবে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে আরও তিনজনকে পুলিশ গ্রেফতার করেছিল।