শহরের বুকে চীনা নববর্ষের আয়োজন চাম্যানের

Chauman Restaurant Celebrates Chinese New Year with Feasting and Dragon Dance in Kolkata

সীমত্নিনী সাহু,
বাঙ্গালী মানেই সারা বছর উৎসব। নিজের দেশের বা বিদেশের সব উৎসবে তাদের সমান আনন্দ। আর খাওয়ার কথা নয় বাদই দিলাম। যেকোন কিছুতেই বাঙ্গালীর ভুরিভোজে জুড়ি মেলা ভার। প্রত্যেক বছরের মত এবারও চাইনিজ খাওয়ার এবং ড্রাগন ডান্স মাধ্যমে এই বছরে চীনা নববর্ষ পালন করল চাউম্যান রেস্টুরেন্ট।সাত বছর ধরে এই ভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করে আসছে তারা। কলকাতার রসনা জিতে নেওয়া এই রেস্টুরেন্টের কর্ণধার দেবাদিত্য চৌধুরী জানালেন চীনা নববর্ষের পালনের সঙ্গে জুড়ে থাকা এই শহরের স্মৃতির নস্টালজিয়া।