ছত্রিশগঢ়ে মাওবাদী হামলায় নিহত ৯ জন জওয়ান

ছত্রিশগঢ়ে মাওবাদী হামলায় নিহত হলেন ৯ জন জওয়ান। সোমবার বস্তারের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। মাওবাদীদের গেরিলা বাহিনীর হামলায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন জওয়ান। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড’ বাহিনীর জওয়ানেরা গাড়ি করে যাচ্ছিলেন। বেদ্রে-কুতরু রোডের পাহাড় ও জঙ্গলঘেরা অংশে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের ফাঁদে পড়ে ওই গাড়িটি। প্রচন্ড বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায় গাড়িতে থাকা জওয়ানরা। ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজন জওয়ানের। আহতদের স্থানীয় হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়।
গত সপ্তাহে বিজাপুর জেলারই ফরসেগড়ে স্থানীয় বিজেপি নেতা কুদিয়াম মাঢ়োকে খুন করেছিল মাওবাদীরা। তাঁকে পুলিশের চর ঘোষণা করেছিল জঙ্গিরা। তারপর থেকেই আধাসেনা ও যৌথ বাহিনী ওই জঙ্গলে ব্যাপক তল্লাশি শুরু করেছিল। তল্লাশি রুখতে ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছিল মাওবাদীরা। এদিন সেই ল্যান্ডমাইন বিস্ফোরণেই উড়ে যায় জওয়ানদের গাড়ি।