বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
চোট কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তন মীরাবাই চানুর । ৩১ বছর বয়সি চানু গত বছর প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের পর চোট সমস্যায় ভুগছিলেন। কিন্তু সোমবার বিরাট সাফল্য পেলেন চানু । কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটল তাঁর।
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মঞ্চে স্ন্যাচ অ্যান্ড জার্ক বিভাবে সব মিলিয়ে ১৯৩ কেজি ভারোত্তলন করে সোনার মেডেল গলায় তুললেন এই ভারতীয় তারকা। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতে প্রত্যাবর্তনকে রঙিন করে রাখলেন চানু।
মনিপুরী কন্যা প্রত্যাবর্তনকে সোনা জয়ের সঙ্গে স্মরণীয় করে রাখলেন । যদিও ছ’টির মধ্যে মাত্র তিনটি সফলভাবে লিফট করতে সক্ষম হন চানু। ৮৪ কেজি ওজনের প্রথম স্ন্যাচ তুলতে পারেননি তিনি। ডান হাঁটুতে অস্বস্তির লক্ষণও দেখা যায়। যদিও ধীরে ধীরে ম্যাচে ফেরেন
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৪৯ কেজির বদলে ৪৮ কেজি বিভাগে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৪৮ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা এবং দু’টি কমনওয়েলথ গেমস পদক জিতেছেন চানু। তবে ২০১৮ সালের পর প্রথমবার তিনি এই ওজন বিভাগে নামলেন টোকিও অলিম্পিকে রুপোর পদকজয়ী ভারোত্তোলক।
টোকিও অলিম্পিকের মঞ্চে রুপো জিতে সকলকে চমকে দিয়েছিলেন মীরাবাই চানু।
গতবারের প্যারিস অলিম্পিকেও ভারতের অন্যতম পদকের দাবীদার ছিলেন তিনি। কিন্তু তিনি যে ক্যাটাগরিতে নামতেন সেই ৪৯ কেজি বিভাগ সরিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে ৪৮ কেজি বিভাগ বেছে নিতে হয়েছিল মীরাবাই চানুকে। কিন্তু নতুন বিভাগেও সাফল্য পেতে খুব একটা সমস্যা হল না চানুর।

