আইএফএর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে যোগ দিলেন পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়

আই এফ এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে যোগ দিলেন পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়। পুষ্পার্ঘ্য তাঁর কর্মজীবন শুরু করেন দুর্গাপুরে মোহনবাগান সেল একাডেমি তে ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেটিভ পদে। এর পর তিনি যোগ দেন সর্বভারতীয় ফুটবল সংস্থায়। সেখানে প্রায় ১২ বছরের কর্মজীবনে অ্যাকাডেমি, ইউথ ডেভেলপমেন্ট,ক্লাব লাইসেন্সিং , অ্যাকাডেমি অ্যাক্রেডিটেশন সহ একাধিক বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শেষ দু বছর তিনি আর্নস্ট অ্যান্ড ইয়ং এল এল পি সংস্থায় সিনিয়র প্রজেক্ট কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। আই এফ এ তে তাঁর যোগদানে রাজ্য ফুটবল সংস্থা সমৃদ্ধ হবে বলে আই এফ এ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন।