আরজি কর মামলায় আগামী ১৮ জানুয়ারি রায়দান হবে। ওই দিন দুপুরে রায়দানের কথা জানিয়েছে শিয়ালদহ আদালত। ইতিমধ্যেই ওই মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই।
গত বছর ৯ আগস্ট আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণ হন দায়িত্বরত এক জুনিয়র মহিলা চিকিৎসক। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করলেও পরে আদালতের নির্দেশে ওই মামলার তদন্তভার পায় সিবিআই। এই মামলায় গ্রেফতার হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তথ্য নষ্ট করার অভিযোগে গ্রেফতার করা হয় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ রায়কে। এই মামলায় আগেই চার্জশিট পেশ করেছিল সিবিআই। সেখানে শুধুমাত্র সঞ্জয়ের বিরুদ্ধেই চার্জশিট দেয় কেন্দ্রীয় সংস্থা। বাকিদের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে না পারাই অভিজিৎ ও সন্দীপ জামিন পেয়ে যান। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে।
সম্প্রতি সিবিআই এই মামলায় সঞ্জয়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আর্জি জানিয়েছে আদালতকে। তদন্তকারী সংস্থা আদালতে জানিয়েছে, তদন্তে যা তথ্য প্রমাণ মিলেছে, তাতে একজনই অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। এই নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা একজনের পক্ষে সম্ভব বলেও দাবি করে কেন্দ্রীয় সংস্থা। অন্যদিকে সঞ্জয়ের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে।
এদিকে নির্যাতিতার মা-বাবা জানান, এক জনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। নতুন করে আরও বিশদে তদন্ত হোক বলেও আবেদন জানান তাঁরা। সব পক্ষের কথা শুনে বিচারক ১৮ জানুয়ারি রায়দানের কথা বলেন।