পীযূষ চক্রবর্তী,
খাস কলকাতায় ফিল্মি কায়দায় ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার ছেলেকে অপহরণের অভিযোগ। আবার সিনেমার কায়দাতেই অপহরণের মাত্র দেড় ঘণ্টার মধ্যেই অপহৃতকে উদ্ধার পুলিশের।
জানা গিয়েছে, রবিবার প্রগতি ময়দান থানার বাসিন্দা পেশায় ওষুধ ব্যবসায়ী দিলীপ কুমারের বাড়িতে ঢোকে চারজন। তারা বাড়ির লোককে মারধর ও ধমকে চমকে দিলীপের ছেলে প্রিন্সকে নিয়ে একটি গাড়িতে চলে যায়। হাওড়ার পিলখানার একটি বাড়িতে তাকে লুকিয়ে রাখা যায়। সেখান থেকে ভিডিও কল করে দিলীপের কাছ থেকে দেড় লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না দিলে ছেলেকে ছাড়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন দিলীপ। অপহরণে দেড় ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ উদ্ধার করে অপহৃতকে। গ্রেফতার করা হয় চার জনকে। ধৃতরা হল সঞ্জয় রজক, রাজেশ মল্লিক, সোনু মল্লিক এবং বিশাল যাদব।
পুলিশ সূত্রে খবর, অপহৃতর বাবা এক অপহরণকারীর কাছ থেকে দেড় লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা বারবার চাওয়ার পরেও পরিশোধ করতে না পারাতেই দিলীপের ছেলেকে অপহরণের সিদ্ধান্ত নেয় অভিযুক্ত। পুলিশের কাছে জেরায় এমনই জানিয়েছে অপহরণকারীরা। এদিকে অপহৃত ব্যবসায়ীর ছেলে পুলিশের কাছে দাবি করেছে, তাকে অপহরণের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল অপহরণকারীরা। পুলিশ ধৃতদের জেরা করছে।
কলকাতার ব্যবসায়ী পুত্রকে অপহরণের চার ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ
