নৈহাটি তে শিশু সন্তান সহ বাংলাদেশী মহিলা গ্রেফতার

সিমন্তিনি সাহুর প্রতিবেদন : নৈহাটি থেকে এক বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। নৈহাটি অরবিন্দ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহিলার সঙ্গে তার দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিদেশী আইনের ১৪ নং ধারায় মামলা রুজু করে তাদের আজ ব্যারাকপুর আদালতে পাঠায় নৈহাটি থানার পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত ঐ মহিলা বাংলাদেশের বরিশালের বাসিন্দা। নাম শোভা মল্লিক।