বড়বাজারে দুর্ঘটনায় মৃত্যু প্রৌঢ়ার

বঙ্গবার্তা ডেস্ক : বেপরোয়া মিনিবাসের ধাক্কায় বড়বাজারে মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম হয়েছেন আরও চারজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে মহাত্মা গান্ধী রোডে বড়বাজার এলাকায়। এই ঘটনার জেরে তৈরি হয় উত্তেজনা। বেশ কিছুক্ষণ যানজটও হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সত্যনারায়ণ পার্কের কাছে পরপর চারজন পথচারীকে ধাক্কা মারে ঘাতক বাসটি। আহতরা হাসপাতালে ভর্তি। পুলিশ ঘাতক বাসের চালক ও খালাসিকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাজু বিবি (৬০)। এদিন বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন চালক। বড়বাজারের কাছে বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা মারলে তাঁদের মধ্যে গুরুতর জখম হন নাজু ও আরও দুজন। আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই প্রৌঢ়াকে মৃত বলে ঘোষণা করে।