৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

বঙ্গবার্তা ব্যুরো,
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যাপিটল রোটুন্ডায় এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত কয়েক বছর ধরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রচলন থাকলেও এবার স্থান পরিবর্তন করা হয়েছে। প্রধান বিচারপতি জন রবার্টস তাকে শপথ বাক্য পাঠ করান। এটি দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে শপথ পড়ানোর ঘটনা।ট্রাম্পের শপথগ্রহণের আগে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেন। অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে উপস্থিত হন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, প্রাক্তন ফার্স্ট লেডি এবং বিদেশমন্ত্রী হিলারি ক্লিনটন, প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ফার্স্ট লেডি লরা বুশ, এবং প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। অনুষ্ঠানে ট্রাম্পের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ছোট ছেলে ব্যারন ট্রাম্প, টিফানি ট্রাম্প, লারা ট্রাম্প, এরিক ট্রাম্প, জ্যারেড কুশনার, ইভাঙ্কা ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
বিদেশি অতিথিদের মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জুকারবার্গ এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।