প্রতিনিধি, বঙ্গবার্তাঃ ঘরের মাঠেই কি ফের বঞ্চনার শিকার হলেন মহম্মদ শামি? প্রশ্ন উঠছে ক্রীড়া মহলে। বুধাবার ইডেনে , ইংলন্ডের বিরুদ্ধে মহম্মদ শামিকে না খেলানোয় এই প্রশ্ন উঠছে। বুধবারের ম্যাচে ভারত জিতে যাওয়ায় এই বিতর্ক তেমন মাথা চাড়া না দিলেও ইডেনের আনাচে কানাচে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অধিনায়ক সূর্য কুমার যাদবকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনিও স্পষ্ট কোনও জবাব দিতে পারেন নি। তিনি শুধু বলেন, আমরা প্রয়োজন অনু্যায়ী দল ঠিক করি। ইডেনে একজন বাড়তি স্পিনার খেলানোর সিদ্ধান্ত হয় বলেই পেসারের সংখ্যা একের বেশি রাখা হয়নি।
ভারতীয় দলে পেসার হিসেবে জায়গা পান আরশদীপ সিং। এছাড়াও নতুন বলে পেসারের দায়িত্ব পালন করেন হার্দিক পান্ডিয়া। ফলে্ দল, শামির কথা ভাবে নি বলেই মনে করা হচ্ছে। বুধবারের ম্যাচে ভারতের জয় ফের প্রমাণ করল সাদা বলে তারা অপ্রতিরোধ্য।এদিন সাত উইকেটে জিতে যায় ভারত। ইংলন্ডের ১৩২ রানের জবাবে মাত্র বারো দশমিক পাঁচ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। বল হাতে আরশদীপ, অক্ষর এবং হার্দিক দুটি উইকেট পায়। বরুন চক্রবর্তী পায় তিনটি উইকেট।