জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে ট্রাম্পের নির্দেশে স্থগিতাদেশ আদালতের

Trump’s executive order on birthright citizenship

বঙ্গবার্তা ব্যুরো,
জন্মগতভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না।মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত এবং আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করল সেদেশের এক আদালত। একই সঙ্গে এহেন সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে অসংবিধানিক বলেও ব্যাখ্যা করেছেন বিচারক।২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।এরপরেই একগুচ্ছ সিদ্ধান্তের পাশাপাশি বাতিল বলে ঘোষণা করেছেন জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার।

তবে মার্কিন ফেডারেল জাজের এই নির্দেশকে বড়সড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। নির্দেশ অনুযায়ী, ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া ১৪ দিনের জন্য স্থগিত থাকবে। ডেমোক্র্যাটদের দখলে থাকা একাধিক প্রদেশ ডোনাল্ড ট্রাম্পের এহেন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গেছে। শত বছরের বেশি সময় ধরে চলে আসা আইন কীভাবে রাতারাতি বদল সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন, আরিজোনা, ওরেগনের মতো প্রদেশগুলি।সব মিলিয়ে ট্রাম্পের ওই আদেশের পর মামলা করেছে সেদেশের ২২টি স্টেট, এবং নাগরিক অধিকার রক্ষায় সোচ্চার বেশ কয়েকটি সংগঠন।


মার্কিন সংবিধান বলছে, আমেরিকার মাটিতে কোনও শিশু জন্মালেই, সে মার্কিন নাগরিক হওয়ার সুযোগ পাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীতে সেদেশের ভূখণ্ডে জন্ম নেওয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার দেওয়া হয়েছে।