হামাস পথে চলুক বাংলাদেশের জঙ্গীরা : শুভেন্দু অধিকারী

Shuvendu Adhikari warns against extremism in Bangladesh

বঙ্গবার্তা ব্যুরো,


বাংলাদেশের বর্তমান কট্টরবাদী জঙ্গীরা কেউ রেহাই পাবে না। হুশিয়ারী দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে এক জনসভায় বিরোধী দলনেতা অভিযোগ করেন, বাংলাদেশে মাত্র ২০ শতাংশ কট্টরবাদী জঙ্গীরা অরাজকতা সৃষ্টি করছে।


নিজের স্বার্থেই তাতে মদত দিচ্ছে তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনুস। শুভেন্দু অধিকারীর অভিযোগ, সম্প্রতি সিলেট,চট্টগ্রাম,খুলনায় আওয়ামী লীগ পন্থীদের জয় হয়েছে। যারা বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন চায়না তারাই পরিকল্পিত ভাবে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ইউনূস নিজে তার মাইক্রো ফাইন্যান্স এর ভ্যাট প্রত্যাহার করে জনগণের উপর করের বোঝা চাপিয়েছে।


মানুষ তা মেনে নেবে না। আমেরিকা বাংলাদেশ কে দেওয়া আর্থিক সাহায্য বন্ধ করেছে। এবার সেদেশের জঙ্গিবাদীদের পরিণতি হবে হামসের মতোই। দ্রুত পট পরিবর্তন ঘটবে বাংলাদেশে বলেও দাবী করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।