গুলেন ব্যারি সিনড্রোম ঘিরে পুনেতে উদ্বেগ, সতর্কতামূলক ব্যবস্থা

Rising Concerns Over Guillain-Barré Syndrome in Pune Post-COVID

বঙ্গবার্তা ব্যুরো,

পুনে সহ বিভিন্ন এলাকায় কোভিড পরবর্তী সময়ে স্নায়ুর বিভিন্ন রোগের মধ্যে গুলেন ব্যারি সিনড্রোম (GBS) বিশেষ চিন্তার কারণ হয়ে উঠেছে।মহারাষ্ট্রের সোলাপুরে এই রোগে আক্রান্ত হয়ে ৪০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যুর খবরে উদ্বেগ আরও বাড়ছে।গুলেন ব্যারি সিনড্রোম একটি বিরল স্নায়বিক রোগ যেখানে শরীরের ইমিউন সিস্টেম স্নায়ুর উপর আক্রমণ করে। এর ফলে পেশি দুর্বলতা, পক্ষাঘাত এবং গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না করলে এটি মারাত্মক হতে পারে।


জানা গেছে সোলাপুরে মৃত ব্যক্তির ডায়েরিয়া ও কাশি-সর্দি ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুকে রোধ করা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে গুলেন ব্যারি সিনড্রোমকেই মৃত্যুর কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ভিসেরা নমুনা এবং অন্যান্য পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।


পুনেতে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ২৮ জন নতুনভাবে এই রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১-এ।তুলনামূলকভাবে, সাধারণত মাসে ২টি কেস ধরা পড়ে। এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এই মুহূর্তে ১৬ জন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।পরীক্ষায় জানা গেছে, আক্রান্তদের শরীরে ক্যাম্পিলোবেক্টর জেজুনি নামক ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যা গুলেন ব্যারি সিনড্রোমের প্রধান কারণ।


এই পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্র সরকার একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।সাধারণ মানুষের মধ্যে রোগটি নিয়ে সচেতনতা বাড়ানো হচ্ছে।সাধারণত এই রোগের চিকিৎসায় যে ইনজেকশন লাগে, তার খরচ ২০,০০০ টাকা প্রতি ইনজেকশন।অর্থমন্ত্রী অজিত পাওয়ার ঘোষণা করেছেন, রাজ্যের সরকারি হাসপাতালে এই রোগের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে।সরকারি সাহায্য এতে রোগীদের আর্থিক বোঝা কমাবে।