বঙ্গবার্তা ব্যুরো,
নদীয়ার করিমপুরে সীমান্ত নিরাপত্তায় বিএসএফ চৌকির জন্য ০. ৯ একর জমি দেওয়ার সিদ্ধান্তে সবুজ সংকেত রাজ্য মন্ত্রী সভার। আজ নবান্নে মন্ত্রী সভার বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাওয়া জমি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সীমান্ত নিরাপত্তার বিষয়টি আরো স্পর্শকাতর হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যের বিরোধী দল এই নিয়ে রাজ্যের শাসক দল ও সরকারের সমালোচনা করেছে।
সেই দিক থেকে বিএসএফ আউট পোস্ট তৈরির জন্য রাজ্যের কাছে চাওয়া জমি পাওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক খুশি। রাজ্য মন্ত্রীসভার আলোচ্য সূচিতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয় বলে মন্ত্রী পরিষদের এক বর্ষীয়ান মন্ত্রী জানিয়েছেন।