কসবায় পুকুর থেকে উদ্ধার বিহারের যুবকের দেহ

পীযূষ চক্রবর্তী,
কসবায় পুকুর থেকে উদ্ধার ভিন রাজ্যের এক যুবকের দেহ। শনিবার সকাল ১১টা নাগাদ কসবার নস্করহাট এলাকার একটি পুকুরে দেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পরে ওই যুবকের এক আত্মীয় দেহটি শনাক্ত করেন। জানা গিয়েছে, দেহটি বিহারের পূর্ব চম্পারণ জেলার সংগ্রামপুর থানা এলাকার বাসিন্দা রাজু পটেলের (২৯)। তিনি কসবার শান্তিপল্লি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। শুক্রবার পুকুরে রাতে স্নান করতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করলেও কোনও হদিস পাননি পেশায় ট্রাকচালক রাজুর। এদিন সকালে পুকুরে দেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে রাজুর আত্মীয়রা তাকে সনাক্ত করেন। ওই পুকুরের ধার থেকে উদ্ধার হয়েছে তার পরনের পোশাক ও মোবাইল ফোনটি। নিছকই দুর্ঘটনা নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।