এক নজরে এবারের বাজেট

বঙ্গবার্তা ব্যুরো,
শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেন।এক নজরে দেখে নেওয়া যাক বাজেটের গুরুত্বপূর্ণ ঘোষণা গুলি,

১২ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না।মধ্যবিত্তের কথা মথায় রেখেই এই সিদ্ধান্ত। বাজেটের আগেই মধ্যবিত্তের জন্য কিছু সুরাহা দেওয়ার ইঙ্গিত ছিল । সেই মতোই আয়করে ১২লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এর সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকছে ৭৫ হাজার টাকা।প্রবীণ নাগরিকদের জন্য এই পরিমাণ এক লাখ টাকা।

সারা দেশে ১২০টি নতুন বিমানবন্দর তৈরি হবে।আগামী দশ বছরে আঞ্চলিক বিমানবন্দর পেতে ১০০টি নতুন জায়গা চিহ্নিত করা হবে।

শহরগুলিকে ভালো করে গড়ে তুলতে এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে। হকারদের জন্য ইউ পি আই লিঙ্ক করা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে।

মেডিক্যাল কলেজগুলিতে আগামি ৫ বছরে ৭৫ হাজার আসন বাড়ানো হবে। আগামি বছর বাড়বে দশ হাজার আসন।সব জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার হবে। আগামি তিন বছরে নতুন ক্যানসার সেন্টার হবে দু হাজার।

দেশে পাঁচটি নতুন আই আই টি হবে। পাটনা আই আই টির সম্প্রসারণ করা হবে।

বাজেটে রয়েছে আরো বেশ কিছু ঘোষণা।