নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার এক

পীযূষ চক্রবর্তী,
উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনার জেরে বদলি করা হয়েছে ব্যারাকপুরের কমিশনারকে। তারপরই গ্রেফতার অক্ষয় গন নামে এক দুষ্কৃতী। তার পাশাপাশি আরও চারজনকে আটক করেছে পুলিশ। শনিবারই অলোক রাজোরিয়াকে সরিয়ে ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার করা হয়েছে অজয় ঠাকুরকে। দায়িত্ব পেয়েই ওইদিন রাতেই নৈহাটি থানায় যান অজয়। কেন এখনও পর্যন্ত তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় কেউ ধরা পড়েনি তা তদন্তকারীদের কাছ থেকে জানতে চান তিনি। তারপরই রাতে হানা দিয়ে পুলিশ গ্রেফতার করে অক্ষয় নামে একজনকে। আরও চারজনকে আটক করা হয়। ধৃতকে জেরা করে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।