বঙ্গবার্তা ব্যুরো,
দুজন বাংলাদেশী অনুপ্রবেশ কারীকে গ্রেফতার করলো সাগরপাড়া থানার পুলিশ। সাগরপাড়া থানার চর কাকমারি এলাকায় নাকা তল্লাশি চালানোর সময়, দুজন ব্যক্তিকে সন্দেহ হয় পুলিশের। এরপরেই সাগরপাড়া থানার পুলিশ তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে, কোনো সঠিক উত্তর না দিতে পারায়, পুলিশের সন্দেহ বেড়ে যায়, তারপরেই তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কয়েক মাস আগে আসামের সীমান্তবর্তী বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তারা। আজ ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করছিল, সাগরপাড়া থানার চর কাকমারি বর্ডার দিয়ে। এরপরেই ওই দুজনকে গ্রেফতার করে সাগরপাড়া থানার পুলিশ। আজ দুজনের নামে একটি কেস রেজিস্টার করে সাগরপাড়া থানা থেকে, বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়। দুই ব্যক্তির নাম কেরামত মাল ও সালাম বেদ, দুজনেরই বাড়ি বাংলাদেশের ঢাকায়
মুর্শিদাবাদে বাংলাদেশী গ্রেফতার
