মহাকুম্ভের ঘটনায় যোগীর হয়ে সাফাই ধনকড়ের

Jagdeep Dhankhar Defends Yogi Adityanath After Tragic Kumbh Mela Incident


বঙ্গবার্তা ব্যুরো,
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় তিরিশ জনের মৃত্যূর পরেও যোগী আদিত্যনাথের হয়ে মুখ খুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তিনি নিজেও সঙ্গমে সস্ত্রীক পুণ্য স্নান সেরেছেন। এরপরেই তিনি যোগী প্রশাসনের হয়ে সাফাই দেন।
ধনকড় বলেন, দুর্ঘটনা ঘটে যায়, তাতে কারও হাত থাকে না। আসল কথা হচ্ছে কত দ্রুত এবং দক্ষতার সঙ্গে সেই দুর্ঘটনা সামাল দেওয়া হয়েছে তা দেখা। সেই কাজে যোগী আদিত্যনাথের প্রশাসন পুরোপুরি সফল বলে দাবি করেন তিনি। এর জন্য তিনি যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছেন। ধনকড়ের মতে এত বিপুল সংখ্যক মানুষের সমাগম বিশ্বের আর কোথাও হয় না। তিনি বলেন মহাকুম্ভে যত মানুষ এসেছেন তার সংখ্যা আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি। তাঁর মতে এত বিপুল মানুষের সব দিক দেখার ক্ষমতা শুধু ভারতেরই আছে।তিনি বলেন, তাঁর জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত হল সঙ্গমে ডুব দেওয়া।
মহাকুম্ভে লাখ লাখ মানুষের খাওয়া-দাওয়া, তাঁদের শৌচালয় সব কিছুর ব্যবস্থা যোগী প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছে। দুর্ঘটনা ঘটলেও তা অতি দ্রুততার সঙ্গে সামাল দোয়া হয়েছে।
ধনকড় এ কথা বললেও সূত্রের খবর এখনো বহু মানুষ হারিয়ে যাওয়া আত্মীয়দের খোঁজে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন। তাঁদের ছবি নিয়ে মেলায়, ঘূরে বেড়াচ্ছেন যদি কেউ কোনও সন্ধান দিতে পারে এই আশায়।