বঙ্গবার্তা ব্যুরো,
কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন কেএমডিএর তিন শ্রমিক। ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমে প্রথমে একজন তলিয়ে যান। দীর্ঘ ক্ষণ তিনি উঠছেন না দেখে বাকি দু’জন তাঁর খোঁজে হাইড্রেনে নামেন। সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে রয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। রবিবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, প্রথমে এক শ্রমিক ম্যানহোলে নামেন। দীর্ঘ ক্ষণ তিনি উঠছেন না দেখে বাকিরা ম্যানহোলে নামেন। তাঁরাও তলিয়ে যান। তিন জন ম্যানহোলে পড়ে যাওয়ার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গিয়েছে। নীচে থেকে কোনও শব্দও পাওয়া যাচ্ছে না। তাই আশঙ্কা গাঢ় হচ্ছে। কিন্তু আশা ছাড়ছেন না কেউ। জোরকদমে উদ্ধারকার্য চলছে। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। কিন্তু উদ্ধারকার্য চালাতে সমস্যা হচ্ছে। কারণ যে ম্যানহোলে তলিয়ে গিয়েছেন তিন শ্রমিক, সেটি প্রায় ১০ ফুট গভীর। পাশাপাশি, বিভিন্ন রাসায়নিকের তীব্র দুর্গন্ধ ভেসে আসছে। বিষাক্ত গ্যাসও থাকতে পারে বলে আশঙ্কা। তাই উদ্ধারকার্য চালাতে বেগ পেতে হচ্ছে পুলিশকে।
ম্যানহোলে ড্রেন পরিষ্কার করতে নেমে মৃত তিন
