সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার চার রোহিঙ্গা

পীযূষ চক্রবর্তী,
ফের শহরতলি থেকে গ্রেফতার চার রোহিঙ্গা। রবিবার সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার করা হয় ওই চার বাংলাদেশি রোহিঙ্গাকে। ধৃতরা হায়দরাবাদ থেকে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা করেছিল। ধৃতদের মধ্যে এক নাবালকও রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা মহম্মদ আলম, রিয়াজুল ইসলাম, দিলবার বেগম ও রবিউল ইসলাম। মায়ানমার থেকে এরা বাংলাদেশে এসে থাকছিল দীর্ঘদিন ধরে। একটি রিফিউজি ক্যাম্পে ছিল তারা। গত বছরের শেষের দিকে চোরাপথে ভারতে ঢোকে। তারপর তারা হায়দরাবাদ চলে যায়। কোনরকম বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল না। হায়দরাবাদে পরিযায়ী শ্রমিকের কাজ করত এই চারজন। সম্প্রতি বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল তারা। সেই সুবাদেই হাওড়া ফিরছিল। রবিবার সাঁতরাগাছি স্টেশন নেমে ইতস্ততভাবে ঘুরছিল ওই চারজন। সন্দেহ হওয়ায় তাদের জেরা করে জিআরপি। বৈধ কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি ওই চারজন। তারপরই তাদের গ্রেফতার করা হয়।