
পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠল হুগলির আরামবাগের এক যুবকের বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তরফ থেকে বৃহস্পতিবার রাতে ওই যুবকের খোঁজে তাঁর বাড়িতে যাওয়া হয়। কিন্তু তিনি বাড়িতে না থাকায় ফিরে আসতে হয় এনআইএ-র অফিসারদের। জানা গিয়েছে, পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ রয়েছে আরামবাগের মায়াপুরের সানাপাড়া এলাকার বাসিন্দা শেখ সাবিরউদ্দিন আলির।জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এনআইএ-র একটি দল হঠাৎই সাবিরদের বাড়িতে হানা দেয়। সেই সময় অবশ্য তিনি বাড়িতে ছিলেন না। তাঁর বাড়িতে বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালান তদন্তকারীরা। বাড়ি থেকে একটি ল্যাপটপ এবং নগদ টাকা উদ্ধার হয় সাবিরের ঘর থেকে। এনআইএ-র পক্ষ থেকে ওই যুবককে দেখা করার কথা বলা হয়।শুক্রবার সাবির কলকাতায় এনআইএ-র অফিসে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, সাবির উচ্চশিক্ষিত। ভালো ছেলে হিসেবেই এলাকায় তিনি পরিচিত। আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিএড’ও করেছেন। সেই ছেলে কোনও জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকতে পারেন, ভাবতেই পারছেন না প্রতিবেশীরা।