
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জমি কেড়ে নেওয়ার কাজ অব্যাহত। এবার এক পুলিশকর্তার বিরুদ্ধে হিন্দুদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যেই মানববন্ধন করে এর প্রতিবাদ করেছেন স্থানীয় সংখ্যালঘুরা। শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের বড়দল এলাকায় পুলিশের এক কর্তার বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ সকাল ১০টা নাগাদ সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন জমির মালিক দেবদাস পাল, কৃষক দীন আলী, শ্রমিক পীযূষ সর্দাররা। মানববন্ধনে অংশ নেওয়া লোকজন বলেন, ২০১৪ সালে ধুলিহর গ্রামে ৫৮ শতক জমি ওই গ্রামের ব্যবসায়ী প্রদীপ কাঞ্চন সাহার কাছ থেকে কেনেন দেবদাস পাল নামে এক ব্যক্তি। এরপর থেকে দেবদাস ভোগ দখল করে আসছিলেন সেই জমি। কিন্তু ধুলিহরের বাসিন্দা পুলিশের সাবেক অতিরিক্ত উপ মহাপরিদর্শক শাহাদাত হোসেন ২০১৭ সালে ওই জমি তাঁর দাবি করে দখল নেওয়ার চেষ্টা করেন। ২০২৩ সালের মে মাসে জোরপূর্বক জমি দখলে নিয়ে জমির মালিকের ছেলে মিলন পালকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তিনি জেলে পাঠান বলে অভিযোগ। এরপর থেকে ওই জমি নিজের দখলে রেখেছেন পুলিশকর্তা। জমিতে গেলে জমির মালিক ও তাঁর ছেলেকে মারধর করা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। পুলিশের প্রভাব খাটিয়ে জমি দখল সহ নানাভাবে হয়রানি করছেন পুলিশের ওই কর্তা।মানববন্ধন থেকে দেবদাস পাল তাঁর জমি ফিরে পেতে প্রশাসনের সাহায্য চেয়েছেন। শাহাদাত হোসেন অবশ্য সেই জমি তাঁদের বলে দাবি করেছেন।