ক্লিন হাওড়া গ্রিন হাওড়া স্বপ্নসত্য হবে কবে

বঙ্গবার্তা ব্যুরো,
ক্লিন হাওড়া, গ্রীন হাওড়া স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে হাওড়া কর্পোরেশনকেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে দেখা যায়। কিন্তু হাওড়া শহরের ঐতিহাসিক হাওড়া ব্রিজের পাশে রাস্তার ধারে এমনভাবে নোংরা আবর্জনা ফেলা থাকে যার ফলে মানুষ টান হারাতে পারেন। এমনই ছবি ধরা পড়েছে হাওড়া ব্রিজে ওঠার জন্য এই রাস্তা দিয়ে যখন মানুষ বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যাতায়াত করেন তখন খুবই সাবধান থাকার প্রয়োজন । একটি ছবি সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে বাইক আরোহী যখন বাইক নিয়ে হাওড়া ব্রিজের ওঠার দিকে আসছেন সেই সময় নোংরা আবর্জনা ফেলার জায়গাতে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা, যার উপরে গাড়ি স্লিপ করে পড়ে যায়। পেছনে আসা আর একটি মোটর বাইক ও আরোহীরা, নোংরার পাশে পড়ে যান। দাঁড়িয়ে থাকা মানুষ দ্রুত ছুটে আসেন ও তাদেরকে সেখান থেকে উদ্ধার করেন। প্রশ্ন উঠছে যে যখন রাজ্য সরকার ও হাওড়া কর্পোরেশনের তরফ থেকে বারবার উদ্যোগ নেওয়া হচ্ছে যে হাওড়া কে যাতে ক্লিন সিটি হিসেবে চিহ্নিত করা যেতে পারে তাহলে কি করে সেইখানে নোংরা আবর্জনা, হাওড়া ব্রিজের সামনে পড়ে থাকছে। যেখানে মানুষ এইভাবে পড়ে থাকা আবর্জনায় দুর্ঘটনায় প্রাণ হারাতে পারেন কিন্তু নির্বিকার রয়েছে প্রশাসন। হাওড়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান জানিয়েছেন যে বিভিন্ন সময় শহর এলাকা পরিষ্কার করা হয় ও বিশেষ ড্রাইভ দেওয়া হয় হাওড়া স্টেশন চত্বর এলাকায়। কিন্তু তা সত্বেও কি করে। নোংরা আবর্জনা জমে রয়েছে তা খতিয়ে দেখা হবে। আগামী দিন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে তা নিয়েও সব সময় সচেতন থাকা হবে।যারা সেখানকার দায়িত্বে রয়েছেন তাদেরকে মনে করিয়ে দেওয়া হবে। দুর্ঘটনায় যদি কারো ক্ষতি হয় সেটা যাতে না ঘটে দেখতে হবে বলে উল্লেখ করেন ভাইস চেয়ারম্যান।