
ঠিকাদারের বরাত পেতে ভুয়ো পরিচয় পত্র ও ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা। ধৃতের নাম রাজীব ঘোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজীব এক জন ঠিকাদার হিসাবে নিজের পরিচয় দিয়েছিল। ভুয়ো পরিচয় এবং ভুয়ো নথিপত্রের সাহায্যে যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের কাজ করে দেওয়ার নাম করে প্রায় ১৫ কোটি টাকা প্রতারণা করে। ভুয়ো সংস্থা তৈরি করে ভুয়ো নথি দেখিয়ে কেপিসি হাসপাতালের কাছ থেকে রাজীব তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৪ কোটি ৯২ লক্ষ টাকা নেয় বলে অভিযোগ। সেই টাকা একাধিক অ্যাকাউন্টে সরিয়ে ফেলে সে। বিষয়টি জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে রাজীবকে তার কড়েয়ার বাড়ি থেকে গ্রেফতার করেন লালবাজারের গোয়েন্দারা।