৯ ই ফেব্রুয়ারি মেয়ের জন্মদিনে বৃহত্তর আন্দোলনের ডাক আরজি করের নির্যাতিতার পরিবারের

পীযূষ চক্রবর্তী,
মাস ছয়েক আগে নৃশংসভাবে হাসপাতালে ধর্ষণ ও খুন হন জুনিয়র চিকিৎসক। আরজি কর হাসপাতালের ওই চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। পথে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। বৃহত্তর আন্দোলন দেখেছিল গোটা রাজ্যবাসী। আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছিল দেশ ছাড়িয়ে বিদেশেও। ওই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন সাজা দিয়েছে শিয়ালদহ আদালত। ওই ঘটনায় একজন নয়, একাধিক লোক জড়িত রয়েছেন বলে দাবি করেছেন মৃতের বাবা-মা। তারা ওই ঘটনায় পুলিশ এবং সিবিআই দুজনের ভূমিকা নিয়েই অসন্তুষ্ট নির্যাতিতার পরিবার। তাই ফের একবার আন্দোলনের বার্তা দিলেন তিলোত্তমার বাবা-মা।
৯ ফেব্রুয়ারি নিহত মহিলা চিকিৎসকের জন্মদিন। তিলোত্তমার জন্মদিনে বড় আন্দোলনের ডাক দিলেন তাঁর বাবা-মা। সাধারণ মানুষকে রাস্তায় নামার জন্য ফের আহ্বান জানালেন। এক ভিডিও বার্তায় তিলোত্তমার মা বলেন, আমাদের মেয়ের মৃত্যুর ঠিক ৬ মাসের মাথায় তার জন্মদিন। ৬ মাস কেটে গেলেও আমাদের মেয়ের বিচার এখনও অধরা। ৯ ফেব্রুয়ারি আমরা রাস্তায় থাকব। এই ৬ মাস সবাই আমাদের সঙ্গে থেকেছেন। আমাদের বৃহত্তর পরিবারের কাছে আবেদন, ৯ ফেব্রুয়ারি রাস্তায় নামুন।
তাদের মেয়ের বিচারের জন্য আওয়াজ তোলার আহ্বান জানান নির্যাতিতার পরিবারের লোকজন। মেয়ের মৃত্যুর বিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে কষ্ট করে দিয়েছেন আমি মৃত চিকিৎসকের বাবা-মা। নির্যাতিতা চিকিৎসক ফুল গাছ ভালবাসতেন। তাই তার জন্মদিনের দিন প্রত্যেককে গাছ লাগানোর আহ্বান জানান ওই চিকিৎসকের বাবা-মা।