বঙ্গবার্তা ব্যুরো,
আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের অমানবিক ভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই অভিযোগে বৃহস্পতিবার সংসদের দুই কক্ষ সাময়িক স্থগিত করে দেওয়া হয়।এদিন বেলা এগারোটায় লোকসভা শুরুর সঙ্গে সঙ্গেই কংগ্রেসের মুখ্য সচেতক মনিকম টেগর মুলতুবি প্রস্তাব পেশ করেন। প্রস্তাবে বলা হয়, ভারতীয় নাগরিকদের অমানবিক ভাবে ফেরত পাঠানো এবং তাদের প্রতি দুর্ব্যবহার বন্ধ করার জন্য সরকারকে সব রকম ব্যবস্থা নিতে হবে। আরো বলা হয় এই সভায় অবিলম্বে ভারতীয় নাগরিকদের যাতে আরও অসম্মানিত না হতে হয় এবং তাঁদের মর্যাদা দেশে –বিদেশে বজার রাখা যায় তা নিয়ে আলোচনা করা হোক।
লোকসভার মতো রাজ্যসভাতেও এই ইস্যুতে আপ এবং কংগ্রেস সাংসদরা মুলতুবি প্রস্তাব আনেন।তাঁরাও সংসদের অন্য কাজ স্থগিত রেখে এই বিষয়ে আলোচনার দাবি করেন।
লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৌই দাবি করেন শতাধিক ভারতীয়কে যে অমানবিক ভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে তা নিয়ে অবিলম্বে আলোচনা হওয়া দরকার।
বিরোধীদের মিলিত প্রতিবাদে সংসদের উভয় কক্ষই সাময়িক ভাবে মুলতুবি করে দেওয়া হয়।