এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের

বঙ্গবার্তা ব্যুরো,
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে আমেরিকা এবং তার বন্ধুদের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প।গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে আইসিসির অভিযোগ অস্বীকার করেছে ইসরাইল।
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দু-দিন পরই ট্রাম্প এই আদেশে সই করলেন। এই ক্ষমতাবলে মার্কিন নাগরিক বা তাদের বন্ধুদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহায়তাকারী ব্যক্তি এবং তাদের পরিবারের ওপর আর্থিক এবং ভিসা বিধিনিষেধ আরোপ করা হবে। এর আগের পর্বেও ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে আইসিসির কর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে যাঁরা তদন্ত করছিলেন তাঁদের ওপর তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন।পরে অবশ্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি প্রত্যাহার করেন।