৬.৯ মাত্রার ভূমিকম্পের পর জাপানে সুনামির সতর্কতা জারি

বঙ্গবার্তা ডেস্কঃ সোমবার জাপানের কিউশু অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থল হল ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল)গভীরে। আকস্মিক এই ভূমিকম্পে এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সোমবার গভীর রাতে জাপানের দক্ষিণ-পশ্চিমে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে স্থানীয় কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করেছে।
জাপান আবহাওয়া সংস্থা স্থানীয় সময় রাত ১১:১৯ নাগাদ কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রিফেকচারে ভূমিকম্পের পর এক মিটার(তিন ফুট) পর্যন্ত সুনামির তরঙ্গের সতর্কতা জারি করেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল হল ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরে। আকস্মিক এই ভূমিকম্পে এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউএসজিএস তার পূর্বাভাস ৬.৯ থেকে কমিয়ে এনে জনসাধারণকে উপকূলীয় জল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।সংস্থাটি এক্স-এ জানিয়েছে, “সুনামি বারবার আঘাত হানতে পারে। দয়া করে সমুদ্রে প্রবেশ করবেন না বা উপকূলীয় অঞ্চলের কাছাকাছি যাবেন না”।