ফের শহর থেকে গ্রেফতার বাংলাদেশি। অবৈধভাবে বসবাস করার অভিযোগে সোনারপুর থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকা থেকে পুলিশ তুষার আহমেদ, ইসমাইল হোসেন, সামিদুল ইসলাম, মহম্মদ শামিম এবং মহম্মদ জলিল নামে ওই পাঁচজনকে গ্রেফতার করেছে৷ তাঁরা একটি পোশাক প্রস্তুতকারক সংস্থায় কাজ করতেন। এক বছরের বেশি সময় ধরে ওই পাঁচ জন বৈকুণ্ঠপুর এলাকার একটি বেআইনিভাবে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। কলকাতা থেকে ঢিল থানা দূরত্বে একের পর এক বাংলাদেশি গ্রেফতার হওয়ায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর থেকে পলাতক ওই বাড়ির মালিক। ধৃতদের অসৎ কোনও উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
অবৈধভাবে বসবাস করার অভিযোগে সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি
