বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব দিল্লির,দেওয়া হল বার্তা

বঙ্গবার্তা ডেস্কঃ শেখ হাসিনা জামানার পতনের পর বিভিন্ন ইস্যু নিয়ে বারবার ভারত বিরোধী অবস্থান নিচ্ছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। ভারত নিজের দেশের সীমান্তে কাঁটাতার দিতে গেলেও তাতে আপত্তি জানাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকেও পাঠায় ইউনূসের অন্তর্বর্তী সরকার। এর ২৪ ঘণ্টার মধ্যে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে ‘মাস্টারস্ট্রোক’ দিল ভারতের বিদেশমন্ত্রক।
ভারত সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলেই বিজিবি তাতে বাধা দিচ্ছে বলে খবর। হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুসারে ভারত ও বাংলাদেশের সীমান্তে কমপক্ষে পাঁচটি জায়গায় কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। মালদহের বৈষ্ণবনগরে এই বেড়া দেওয়াকে কেন্দ্র করে সীমান্তে বেশ উত্তেজনা রয়েছে বলে খবর।এই ইস্যুতে রবিবার বাংলাদেশে্র বিদেশসচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
ভারতীয় হাইকমিশনার ডাকার ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের দূতাবাসের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করে বিদেশমন্ত্রক। জানা গিয়েছে, সীমান্ত ইস্যুতে দীর্ঘক্ষণ বিদেশমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে নরুল ইসলামের বৈঠক হয়েছে।ওয়ান ইন্ডিয়ার তথ্য, সীমান্ত ইস্যুতে বাংলাদেশের দাদাগিরি যে সহ্য করা হবে না স্পষ্ট এদিন নরুল ইসলামকে ভারত বুঝিয়ে দিয়েছে বলেই খবর। যদিও দিল্লিতে মন্ত্রক থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের কোনও মন্তব্য করেননি বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার।
শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিষয়ে বাংলাদেশে রয়েছে গ্রেফতারি পরোয়ানা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এদিকে, তারই মধ্যে কাঁটাতার ইস্যু ক্রমেই দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন কাঁটা হয়ে দাঁড়াবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।